জার্নালআই ডেস্ক : এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমন। বর্তমানে ‘পাসওয়ার্ড’ নামে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত একাধিক সিনেমা। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুগান্তরের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি। সাক্ষাতকারটি হুবহু তুলে ধরা হলো……
** ইমন: এ ছবি নিয়েই বর্তমান ব্যস্ততা আমার। ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে।
* যুগান্তর: এ ছবিতে আপনার চরিত্রের গুরুত্ব কতটুকু?
* যুগান্তর: ছবিতে শাকিব খান এবং বুবলিও অভিনয় করছেন। তাদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
** ইমন: শাকিব ভাই বরাবরই একজন ভালো মানুষ। শুটিং শুরু করার আগে সেটে সবার খবর নেন। আমার বেলাও তেমন হয়েছে। তিনি সব সময় আমাকে ডেকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করেন। সত্যিকারার্থে তার সঙ্গে কাজ করা মানে কাজের প্রতি আরও অনুপ্রাণিত হওয়া। আর বুবলিও একজন ভালো অভিনেত্রী। আশা করছি, আমাদের অভিনীত ছবিটি দর্শকদের ভালো লাগবে।
* যুগান্তর: ‘পাসওয়ার্ড’ ছাড়া অন্য ব্যস্ততা কী নিয়ে?
** ইমন: ঈদের জন্য নির্মিত কিছু নাটকেও অভিনয় করেছি। সম্প্রতি নেপাল থেকে চারটি নাটকের শুটিং শেষ করে আসছি। বর্তমানে নতুন একটি ছবির বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলে সবাইকে জানাব।
* যুগান্তর: আপনার চুক্তিবদ্ধ হওয়া অন্য ছবিগুলোর খবর কী?
** ইমন: কয়েকটি সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির জন্য অপেক্ষা। সিনেমাগুলো হল- দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘আকাশমহল’, মোহাম্মদ আসলাম পরিচালিত ‘আমার সিদ্ধান্ত’। এছাড়াও ‘সাহসী যোদ্ধা’ নামে একটি সিনেমার অল্প কিছু শুটিং বাকি আছে।
* যুগান্তর: এখন তো সিনেমা কম হচ্ছে। অনেকেই বিকল্প পেশা খুঁজছেন। আপনি এ নিয়ে কী ভাবছেন?
** ইমন: অভিনয় ছাড়া বিকল্প কিছু ভাবিনি। সিনেমা আমার প্রাণের সঙ্গে মিশে আছে। যা কিছু করি সিনেমায় অভিনয়ের মাধ্যমেই করি। বেঁচে থাকা অবস্থায় ঢাকাই সিনেমার শেষ পর্যন্ত দেখে যাব।