ঠাকুরগাঁওয়ে তোয়াবুর রহমান হত্যা বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্বজন ও এলাকাবাসি। আজ বুধবার দুপুরে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে স্বজনরা অভিযোগ করে বলেন, এ বিষয়ে থানায় মামলা করা হলেও শুধু মাত্র নারী আসামীদের গ্রেফতার করা হলেও পুরুষদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে বাকি আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য,জমি বিরোধের জেরে সদরের হরিহরপুর গ্রামের প্রতিপক্ষের লোকজন গত ২০ ডিসেম্বর তোয়াবুর রহমানকে লাঠিসোটা দিয়ে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর ওই দিন নিহতের স্ত্রী খাইরুমা বেগম বাদি হয়ে ৮জনের নাম উল্লেখ্য করে সদর থানায় মামলা দায়ের করেন।