ঠাকুরগাঁওয়ে বাঁশঝাড় থেকে শামসুল হক (৫৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজলার শুখানপুকুরি ইউনিয়নর কামাতপাড়া কালিকাগাওয়ের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শামসুল হক ওই এলাকার হাসমত আলীর ছেলে বলে তথ্য পাওয়া যায়।
শুখানপুকুরি ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান জানান, সকালে এলাকাবাসী বাঁশঝাড়ের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় থানায় মামলা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।