হিলিতে চোরাই মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার রামনগড় এলাকার সাইদুরের ছেলে আসাদ (২০) ও হাকিমপুর উপজেলার শালপুকুরিয়া গ্রামের এমদাদুল হকের ছেলে মোটরসাইকেল মেকার কবিরুল ইসলাম কবির (২৫)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, জেলার বিরল উপজেলার তেতুলতলা নামক স্থান থেকে হিরো হাংক ১৫০সিসি মোটরসাইকেল চুরি হয়। গোপন সংবাদে জানতে পারি ওই চুরি হওয়া মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা ডাঙ্গাপাড়া বাজারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের দুজনকে মোটরসাইকেলসহ আটক করা হয়।
এ ঘটনায় বিরল থানায় চুরির মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়।